এই পৃথিবীতে সব কিছুরই কোথাও না কোথাও শুরু আছে। কখনো মনে প্রশ্ন আসে না, প্রথম মোবাইল বা প্রথম কম্পিউটার দেখতে কেমন ছিল? কেবল, বৈজ্ঞানিক আবিষ্কার নয়, একবার ভাবুন তো পৃথিবীর ইতিহাসে প্রথম সেলফিটাই বা কার তোলা? আপনার এমন সব কৌতুহল মেটাতেই এই আয়োজন।
আমেরিকার প্রথম নারী হিসেবে মোটরবাইক চালানোর লাইসেন্স পান স্যালি হ্যাল্টারম্যান, ১৯৩৭সেলফি আবিষ্কার হয় সেই ১৮৩৯ সালে।যাত্রা করে স্পুটনিক ১, ১৯৫৭প্রথম ক্রিসমাস ট্রি, রকেফেলার সেন্টার, ১৯৩১অ্যাপেলের প্রথম কম্পিউটার, ১৯৭৬প্রথম কৃত্রিম হৃদপিণ্ড, ২০১৫ম্যাকডোনাল্ডসের প্রথম রেস্টুরেন্ট, ১৯৪৮প্রথম মোবাইল ফোন, ১৯৭৩লাস ভেগাসের প্রথম নিওন লাইট, ১৯৪১প্রথম বিকিনি পরে জনসম্মুখে উপস্থিতি, ১৯৪৬