কোরিয়ান রঙে বলিউডের রঙ্গ
বলিউডের সবচেয়ে বড় ভক্তও হয়তো বলবেন না যে, এই ইন্ডাস্ট্রির সব কিছুই ‘অরিজিনাল’। অনেক ক্ষেত্রে এটা ‘রিমেক’ বা ‘ছায়া অবলম্বনে’ কিংবা একটি ‘তুখোড় কপি’। বলিউড কেবল দক্ষিণী বা হলিউড থেকে নয়, অনেক সময় বিদেশি অন্য কোনো ভাষার ছবি থেকেও গল্প নিয়ে থাকে।
ইদানিং এই তালিকায় যোগ হয়েছে কোরিয়ান চলচ্চিত্রের নাম। কখনো সেই অনুকরণটা হয় আনুষ্ঠানিক ভাবে, কখনো কোনো আনুষ্ঠানিকতারই ধার ধারা হয় না। কোরিয়ান চলচ্চিত্র অবলম্বনে নির্মিত কিছু বলিউডি ছবি নিয়েই আমাদের এবারের আয়োজন।














– দেশিমার্টিনি অবলম্বনে