বাংলা ব্যান্ডের ভোকাল: পছন্দ-অপছন্দ ও ভাল-মন্দ
বাংলাদেশি ব্যান্ডে পছন্দের শীর্ষ পাঁচ ভোকাল –
- জেমস
কণ্ঠে কোমলতা আর কর্কশতা দুটোই একই সাথে বর্তমান যা দুর্দান্ত বিস্ময়কর। মনে হয় লক্ষ মানুষের সামনে বক্তৃতা দিচ্ছে।
- মিজান
ওয়ারফেজের গানগুলো তার কণ্ঠে ছাড়া খুবই বেমানান লাগে। আজম খানের পাপড়ি গানটা অনবদ্য কভার করেছে। হাই স্কেলে যেরকম অবলীলায় গায় বিস্মিত করে।
- সঞ্জীব চৌধুরী
‘এই নষ্ট শহরে নাম না জানা যে কোনো মাস্তান’ গানটা শোনার পর তার ব্যাপারে প্রথম আগ্রহ তৈরি হয়। অকালপ্রয়াত না হলে আরো কিছু ব্যতিক্রমী সৃষ্টি পাওয়া যেত।
- মাকসুদ
প্রকৃত প্রথাবিরোধী এবং বিপ্লবী ভোকাল বললে তাকেই মনে আসে। ‘মামা’ এবং ‘গণতন্ত্র’ এর মতো গান যেমন করেছে, ‘মেলায় যাইরে’ এর মত কাল্ট ক্লাসিকও সৃষ্টি করেছে।
- শাফিন আহমেদ
মাইলস ব্যান্ডের লিরিক বেশিরভাগই সাদামাটা লাগে, কিন্তু কম্পোজিশনের গুণে গানগুলো শুনলে দারুণ অনুভূতি কাজ করে৷ শাফিনের আধো বাংলা আধো ইংলিশ একসেন্টের গায়কিতে মাল্টি কালচারাল একটা কয়নেজ পাই।
এবার চরম অপছন্দের পাঁচ ভোকাল –
- বিপ্লব
প্রমিথিউসের চমৎকার লিরিকের অসংখ্য গান আছে, কিন্তু ভোকাল হিসেবে বিপ্লবকে সেসব গানে মানানসই লাগেনি। কন্ঠে বৈচিত্র্য পাই না।
- হাসান
স্কেলের উপর নিয়ন্ত্রণ অসাধারণ, কিন্তু চূড়ান্ত যে ডেলিভারিটা কানে আসে তাকে ম্যানলি ভয়েস লাগেনি কখনো। এটা আমার কানের সীমাবদ্ধতা হতে পারে।
- পার্থ বড়ুয়া
তাঁকে ব্যান্ড ভোকাল মনে হয়নি কখনো, শুভ্রদেব এর মতো সোলো আর্টিস্ট হিসেবে মানিয়ে যেত হয়তোবা।
- বালাম
তাঁকে প্লেব্যাক সিঙ্গার মনে হয়েছে সবসময়ই।
- সুমন
অর্থহীনের অনেক গানই সুন্দর হলেও সুমনের ভোকালকে মনে হয়েছে কৃত্রিমভাবে ডেলিভার করা।
যাদের গান অনেক পছন্দ কিন্তু ভোকাল আকৃষ্ট করে না –
- আজম খান
তাঁর গাওয়া গানগুলো যখন অন্য কেউ গায় শুনতে দুর্দান্ত লাগে।
- আইয়ুব বাচ্চু
মিউজিয়ান হিসেবে তাকে যে কারো চাইতে বেশি প্রতিভাবান মনে করি, কিন্তু শুধুমাত্র ভোকাল হিসেবে ধরলে সাদামাটা লাগে।
- টিপু
অবসকিউরের দুর্দান্ত কিছু গান রয়েছে, যেগুলো বই লেখাকালে নিয়মিত শোনা হয়, এমনকি টিপু ভাইয়ের সাথে ইমেইল যোগাযোগও আছে। কিন্তু ভোকাল হিসেবে তিনি অনাকর্ষণীয়।
- তুহিন
শিরোনামহীনের লিরিক কাব্যিক লাগলেও তার ভোকাল টোন আমাকে কখনোই আকৃষ্ট করেনি।
- লিংকন ডি কস্টা
আর্টসেল এর লিরিক, কম্পোজিশন সবই ইউনিক, কিন্তু লিংকনের ভোকাল শোনার জন্য আগ্রহোদ্দীপক লাগে না।