ট্রাভেলার র্যাম্বলিন র্যান্ডির চোখে ঢাকার সেরা ১০ মুহূর্ত
খ্যাতনামা ট্রাভেলার র্যাম্বলিন র্যান্ডির বৈশিষ্ট হল তিনি একটা দেশে ২৪ ঘণ্টার বেশি খুব কমই থাকেন। অনেক ক্ষেত্রে সময়টা ২৪ ঘণ্টারও কম হয়। তাঁর লক্ষ্য হল বিশ্বের ১৯৩ টি দেশের সবগুলো ঘুরে দেখা।
সম্প্রতি তিনি এসেছিলেন বাংলাদেশের রাজধানী ঢাকায়। ফিরে গিয়ে স্মৃতিচারণা করেছেন নিজের ওয়েবসাইট www.ramblinrandy.com-এ। র্যান্ডি লিখেছেন, ‘আমার বাংলাদেশ অভিজ্ঞতা অসাধারণ। যদিও, আগে যারা এখানে এসেছিল তাঁরা বলেছিল এই জায়গাটা তাদের তুলনামূলক কম পছন্দ।’

র্যাম্বলিন ঢাকার অনেকগুলো মুহূর্ত ফ্রেমবন্দী করেছেন। এর মধ্যে তিনি নিজেই সেরা ১০ টি বাছাই করে পোস্ট করেছেন নিজের ওয়েবসাইটে।









