রঙচঙ
জীবনের অনেক রং। রং মানে কখনো উৎসব, কখনো আনন্দ, কখনো প্রতিবাদের ভাষা। কখনো বেদনাও, আবার কখনো স্রেফ যা ইচ্ছা তাই আঁকার খাতা। প্রতিটা রং আলাদা বার্তা বহন করে, আবার কখনো জীবন মানেও রং।
এই ‘রং’ই ছিল আমাদের এই সপ্তাহের থিম, এর ওপর ভিত্তি করেই সপ্তাহের সেরা পাঁচটি ছবি নির্বাচন করেছে ‘জিরো মেগা পিক্সেল’। চলুন, দেরি না করে দেখে ফেলা যাক।




