অরল্যান্ডো ব্লুমের লেন্সে বাংলাদেশ
ক’দিন হল হলিউডের অভিনেতা অরল্যান্ডো ব্লুম আছেন বাংলাদেশ সফরে। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে তার এই সফরের খবরাখবর পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক, টুইটার কিংবা ইন্সটাগ্রামে অরল্যান্ডো ব্লুমের ক্যামেরার লেন্সের সৌজন্যে পাওয়া যাচ্ছে ঢাকা ও বাংলাদেশের স্বাভাবিক জনজীবন, জলাবদ্ধতা, শিশুশ্রম, সুবিধাবঞ্চিতদের চিত্র।




