অদেখা সত্যজিৎ, দুর্লভ সত্যজিৎ
তাঁকে বলা হয় উপমহাদেশীয় সিনেমার গডফাদার। এই তকমাটা তিনি পেয়েছেন উপমহাদেশীয় প্রেক্ষাপটের অনেক সীমাবদ্ধতার পরও। কি করে কম খরচে সেরা দৃশ্য শুট করতে হয় সে চিন্তায় থাকতে হত তাঁকে। এর মধ্য থেকেও নিজের তো বটেই, এই অঞ্চলের ইতিহাসের সেরা কাজগুলো বের করে নিয়ে আসতেন।
এখন যে ছবিগুলো দেখাতে যাচ্ছি, তা দেখে সত্যজিৎ কি করে শ্যুটিং করতেন, সেই ব্যাপারে একটা ধারণা পাওয়া যাবে। এর সাথে আছে, তাঁর ব্যক্তিগতজীবনের দুর্লভ কিছু ছবি।




















