হলিউডের চৌকাঠ পেরোনো ভারতীয়রা
বলিউডে প্রতিভার কমতি নেই। আর সেজন্যই অনেক সময়ই অভিনয় শিল্পীদের কদর হয় বলিউড পেরিয়ে হলিউডেও। প্রতিভা আর পরিশ্রমের জোরে তারা হলিউড থেকেও ফিরেছেন সম্মান আর প্রশংসা নিয়ে।
- অনিল কাপুর
স্লামডগ মিলিওনার, মিশন ইম্পসিবল সিরিজের মত হিট ছবিতে কাজ করেছেন অনিল কাপুর। টম ক্রুজের সাথে স্ক্রিন শেয়ার করেছেন। এছাড়া টিভি সিরিজ ২৪-এ তিনি আছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।
- অমরেশ পুড়ি
ভারতের এই কিংবদন্তিতূল্য খলনায়ক হলিউডেও নিজের সুনাম ধরে রেখেছেন। তাকে দেখা গেছে ইন্ডিয়ানা জোন্স ও দ্য টেম্পল অব ডুমে।
- অনুপম খের
বেশ কিছু সংখ্যক হলিউড সিনেমায় চরিত্রাভিনেতা হিসেবে দেখা গেছে তাঁকে। এর মধ্যে বেন্ড ইট লাইক বেকহ্যাম, ব্রাইড অ্যান্ড প্রেজুডিস, স্পিডি সিং ও দ্য বিগ সিক অন্যতম।
- শাবানা আজমী
বলিউডে ভিন্নধর্মী অভিনয় শিল্পী হিসেবে তাঁর খ্যাতি আছে। তিনি মুগ্ধ করেছেন হলিউডেও। তাঁর করা দ্য রেলুকট্যান্ড ফান্ডামেন্টালিস্ট, সিটি অব জয়, সন অব দ্য পিংক প্যান্থার ও ইটস আ ওয়ান্ডারফুল আফটারলাইফ বেশ প্রশংসিত হয়েছে।
- ওম পুড়ি
তিনি দ্য হানড্রেড-ফুট জার্নি, মাই সন দ্য ফ্যানাটিক, দ্যা ঘোস্ট অ্যান্ড দ্য ডার্কনেসে কাজ করেছেন। বলিউডের মত হলিউডেও তিনি বড় একটা নাম। অস্কারে ২০১৭ সালে তাঁকে বিশেষ ভাবে সম্মানিত করা হয়।
- ফ্রেইদা পিন্টো
স্লামডগ মিলিওনারে প্রতিভার পরিচয় দিয়ে তাঁর হলিউডে প্রবেশ। পরবর্তীতে তিনি ইউ উইল মিট অ টল ডার্ক স্ট্রেঞ্জার, রাইজ অব দ্য প্ল্যানেট অব দ্য এপস ও ইমমর্টালসের মত ছবি করেন।
- ঐশ্বরিয়া রায়
সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় হলিউডেও বেশ বিখ্যাত। তিনি করেছেন পিংক প্যান্থার ২, প্রোভকড, ব্রাইড অ্যান্ড প্রেজুডিস ও দ্য লাস্ট লিজিওনের মত ছবি।
- নাসিরুদ্দিন শাহ
দ্য এক্সট্রাঅর্ডিনারি জেন্টেলমেন, দ্য গ্রেট নিউ ওয়ান্ডারফুলে কাজ করেছেন তিনি। নাসিরুদ্দিন শাহ’র নাম হলিউডেও শ্রদ্ধার সাথে নেওয়া হয়।
- আলি ফজল
তরুণ এই অভিনেতা ‘ফিউরিয়াস সেভেন’ করে প্রশংসিত হয়েছেন হলিউডে। হলিউডের আরেক সিনেমা ‘ভিক্টোরিয়া অ্যান্ড আব্দুল’ দিয়ে তিনি আরেক ধাপ ওপরে ওঠার অপেক্ষায় আছেন।
- ইরফান খান
হলিউডে প্রতিভাবান এই অভিনেতার ব্যাপক চাহিদা। তিনি জুরাসিক পার্ক, লাই অব পাই, ইনফার্নো, দ্য অ্যামাজিং স্পাইডার ম্যান ও দ্য নেমসেকের মত ছবিতে কাজ করেছেন। স্ক্রিন শেয়ার করেছেন অ্যাঞ্জেলিনা জোলির সাথে।
- দিপীকা পাড়ুকোন
ভিন ডিজেলের বিপরীতে ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ সিনেমায় কাজ করেছেন দিপীকা। অ্যাকশন নির্ভর সিনেমাটিতে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি।
- প্রিয়াঙ্কা চোপড়া
সাবেক এই বিশ্বসুন্দরী বেওয়াচ ও আ কিড লাইক জেক – সিনেমাগুলোতে কাজ করেছেন। এছাড়া তিনি এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন আমেরিকান টিভি সিরিজ কোয়ান্টিকো-তে।
– আরভিসিজে.কম অবলম্বনে