আগে কি সুন্দর দিন কাটাইতাম!
প্রথম ব্রিটিশ এরপর পাকিস্তান – শাসন ও শোষণে বঙ্গভূমির ঐতিহ্যবাহী রূপটা বিলিন হয়ে গেছে অনেক আগেই। এর সামন্তবাদ, উপনিবেশবাদ কিংবা সাম্রাজ্যবাদের জাল কেটে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলাদেশও কাটিয়ে ফেলেছে অনেকগুলো বছর।
এই সময়ে দেশের অর্থনৈতিক অবস্থায় যেমন এসেছে পরিবর্তন, তেমনি কাঠামোগত দিক থেকেও এসেছে পরিবর্তন। বেড়েছে জনসংখ্যা, বদলেছে মানুষের চাহিদা, বদলে গেছে সংস্কৃতিও। তাই হঠাৎ করে অনেক কাল আগের ঢাকা কিং দেশের অন্য কোনো অংশের ছবি দেখলে আর চেনার উপায় থাকে না।










