ধর্ম পাল্টেছেন তাঁরা
ধর্ম জীবনের জরুরী একটা অংশ। বলা উচিৎ, ধর্মই জীবনের সব কিছু। জীবনের গতিবিধি ঠিক করে দেয় ধর্ম। বলিউডের এই তারকারা যেমন জীবনের গতিপথ পাল্টাতে ধর্মান্তরিত হয়েছেন।
- শর্মিলা ঠাকুর
শর্মিলা হলেন নবাব পরিবারের ছেলে ও ভারতীয় জাতীয় দলের সাবেক অধিনায়ক মনসুর আলী খান পতৌদি বা টাইগার পতৌদির স্ত্রী। কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারের মেয়ে হলেও বিয়ের পর তিনি স্বামীর ধর্মে ধর্মান্তরিত হন। নাম রাখেন বেগম আয়েশা সুলতানা।
- অমৃতা সিং
অমৃতাও শর্মিলার পথে হাঁটেন। সাইফ আলী খানকে বিয়ের জন্য শিখ ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন অমৃতা। যদিও, সাইফের বাবা-মা বিয়ে মেনে নেননি। পরে, সম্পর্ক স্বাভাবিক হয়। সাইফের দ্বিতীয় স্ত্রী কারিনা কাপুর অবশ্য ধর্মান্তরিত হননি।
- আয়েশা টাকিয়া
আয়েশা হিন্দু হয়ে জন্মেছিলেন। বাবা হিন্দু, মা হলেন অ্যাঙলো ইন্ডিয়ান। আয়েশা রেস্টুরেন্ট ব্যবসায়ী ফারহান আজমীকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
- নাগমা
নাগমা সনাতন সর্মাবলম্বী ছিলেন। তবে, দক্ষিণ ভারতীয় এই অভিনেত্রী খ্রীষ্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ধর্মান্তরিত হন।
- এ আর রহমান
বাবা ছিলেন হিন্দু, মা মুসলিম। আর প্রথম জীবনে এ আর রহমান ছিলেন নাস্তিক। পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ২০ বছর বয়সে তিনি ইসলাম ধর্মের অনুসারী হয়ে সূফিবাদের প্রতি আকৃষ্ট হন। দিলীপ কুমার নাম পাল্টে রাখা হয় আল্লা রাখা রহমান। সংক্ষেপে এ আর রহমান।
- নয়নতারা
দক্ষিণ ভারতীয় এই অভিনেত্রী ছিলেন খ্রিষ্টান। নির্মাতা ও কোরিওগ্রাফার প্রভু দেবা বিয়ে করতে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেন। তবে, দু’জনের আদৌ বিয়ে হয়নি। নয়নতারা অবশ্য আর পুরনো ধর্মে ফেরেননি।
- দিব্যা ভারতী
রহস্যময় ভাবে মৃত্যুর কোলে ঢলে পড়া দিব্যা ভারতীও বৈবাহিক কারণে ধর্ম পাল্টে ছিলেন। পরিচালক ও প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহন করেন। নাম হয় সানা নাদিয়াদওয়ালা।
- নার্গিস
সুনীল দত্তকে বিয়ে করে ধর্ম পাল্টে সনাতন ধর্মের অনুসারী হয়ে যান নার্গিস। তখন তাঁর নাম রাখা হয় নির্মলা দত্ত।
- সরোজ খান
জন্মের সময় সরোজ খানের নাম ছিল নির্মলা নাগপাল। ইসলাম ধর্মের প্রতি অল্প বয়সেই তিনি আকৃষ্ট হন। ধর্মান্তরিত হয়ে নিজের নাম রাখেন সরোজ খান। এই নামেই এখন পরিচিত এই কোরিওগ্রাফার।
- ধর্মেন্দ্র ও হেমা মালিনি
আইন ফাঁকি দিতেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ধর্মেন্দ্র ও হেমা মালিনী। ধর্মেন্দ্র যখন ড্রিম গার্লকে বিয়ে করতে চেয়েছিলেন, তখন তিনি আগে থেকেই বিবাহিত। তবে, ধর্মেন্দ্র’র প্রথম স্ত্রী প্রকাশ কওরের বিবাহ বিচ্ছেদে আপত্তি ছিল। তাই ধর্ম পাল্টে ১৯৭৯ সালে বিয়ে করেন দু’জন।
