২০১৯: অসংখ্য চমক নিয়ে অপেক্ষায় বলিউড
২০১৮ সালটা ছিল বলিউডের জন্য ছিল অন্যতম সফল বছর। এরই কারণে ২০১৯ সাল থেকে বলিউড দর্শকদের আশাটাও অনেক বেশি। দর্শকদের এই আকাশচুম্বি প্রত্যাশার চাপ মেটাতে ২০১৯ সালে আসছে (দুই-একটা এসেও পড়েছে) অনেকগুলো প্রতিশ্রুতিশীল সিনেমা। এমনই কিছু সিনেমা নিয়ে আমাদের এবারের আয়োজন।
- উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক
কাস্ট: ভিকি কৌশল, ইয়ামি গৌতম, পরেশ রাওয়াল, মোহিত রানা।
পরিচালনা: আদিত্য ধর
মুক্তি: ১১ জানুয়ারি ২০১৯
স্টোরিলাইন: ‘উরি’ মুলত ২০১৬ উরি অ্যাটাককে কেন্দ্র করেই বানানো হয়েছে৷ ভারত-পাকিস্তান যুদ্ধভিত্তিক গল্প, আর সেখানে ভারতীয় সেনাদের সার্জিক্যাল স্ট্রাইক এরই মধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে।
- হোয়াই চিট ইন্ডিয়া
কাস্ট: ইমরান হাশমি, শ্রেয়া ধন্বন্তরী
পরিচালনা: সৌমিক সেন
রিলিজ ডেট: ১৮ জানুয়ারি
স্টোরিলাইন: ভারতের শিক্ষাব্যবস্থাকে কেন্দ্র করে বানানো হয়েছে এই সিনেমা। শিক্ষার মত পবিত্র জিনিসকে মানুষ যেভাবে ব্যবসা বানিয়ে নিছে সেটাই ছবির মূল উপজীব্য।
- সুপার ৩০
কাস্ট: হৃত্বিক রোশান (আনন্দ কুমার)
পরিচালনা: ভিকাস ব্যাল
মুক্তি: ২৬ জুলাই
স্টোরিলাইন: ‘সুপার ৩০’ গনিতবিদ আনন্দ কুমারের বায়োপিক। তিনি জাতীয় পুরষ্কার বিজয়ী একজন শিক্ষাবিদ। ‘সুপার ৩০’ নামক শিক্ষা ব্যবস্থার জন্য তিনি অনেক জনপ্রিয়তা পেয়েছিলেন।
- মনিকর্ণিকা
কাস্ট: কঙ্গনা রনৌত (লক্ষী বাঈ), অঙ্কিতা লোখান্ডে (ঝালকারি বাঈ), ড্যানি ডেঞ্জংপা (গিয়াসুদ্দিন), জিশান আইয়ুব, যীশু সেনগুপ্ত (গঙ্গাধর)
পরিচালনা: কৃষ, কঙ্গনা রনৌত।
স্টোরিলাইন: জরুরি অবস্থায় কাশী’র রানী হন লক্ষী। উনার রানী হওয়ার পর দেশে কিছু সমস্যা দেখা দেয়৷ ইংরেজরা উনার রাজ্য ছিনিয়ে নেওয়ার ফন্দি আটে। এরপর হয় যুদ্ধ। দেশমাতৃকার জন্য জীবন বাজি রেখে লক্ষী যুদ্ধ জিতেন।
মুভিটার কিছু অংশ পরিচালনা করে কৃষ সরে দাঁড়ান। গুঞ্জন আছে এই সময় কঙ্গনার সাথে গণ্ডগোল বাঁধে তাঁর। বাকিটা সময় কৃষকে ছাড়া নিজেই পরিচালনা করেন কঙ্গনা। এর বাদে সনু সুদও মাঝপথে সিনেমা ছেড়ে দেন, যোগ হন জিশান আইয়ুব।
- এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা
কাস্ট: সোনাম কাপুর, অনীল কাপুর, জুহি চাওলা, রাজকুমার রাও
পরিচালনা: শেলী চোপড়া ধর
মুক্তি: ১ ফেব্রুয়ারি ২০১৯
স্টোরিলাইন: সুইটি একজন সহজ-সরল মেয়ে। আর তার প্রেমে একজন স্টেজ শো রাইটার(রাজকুমার রাও), কিন্তু সে তা সুইটির সামনে বলে নি৷ ওদের বন্ধুত্ব হয়৷ এরপর সুইটি ওই ছেলেকে ওর কয়েকটা সিক্রেট জানায়। আর ঐ সিক্রেট ওর ঘরের কেউই জানে না। অবশেষে যখন, ওর বাবা-মা যখন ওটা জানতে পারে তখন তারা ওর ওপর ক্ষেপে উঠে।
- গাল্লি বয়
কাস্ট: রণবঅর সিং (নাভেদ শেখ), আলিয়া ভাট, কালকি কোয়েখলাইন, ভিজয় রাজ।
পরিচালনা: জয়া আখতার
রিলিজ ডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৯
স্টোরিলাইন: ভারতের জনপ্রিয় র্যাপার ‘ডিভাইন’ এবং ‘নেঈজি’র জীবন থেকে অনুপ্রাণিত এই মুভি৷ একজন বস্তির ছেলের জনপ্রিয় হয়ে উঠার কাহিনী। ওর স্ট্রাগল। একজন সত্যিকারের আন্ডারগ্রাউন্ড হিপহপ আর্টিস্টের গল্প।
- টোটাল ধামাল
কাস্ট: অজয় দেবগন, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ার্সি, অনিল কাপুর, সঞ্জয় মিশ্রা, মাধুরী দিক্ষীত।
পরিচালনা: ইন্দর কুমার।
কমেডি জনরার এই সিরিজের প্রথম মুভিটাই সবচেয়ে ভালো হয়েছে। দ্বিতীয় মুভিটা অনেক এভারেজ লেগেছিল। আর পরবর্তী বোঝা গেল যে প্রথম মুভিটা মি.বিন, জনি ইংলিশ, রোড ট্রিপ থেকে বেশ কিছু দৃশ্য অনুকরণ করেছেন। মাধুরী দিক্ষীতকে দেখে ধারণা করা যাচ্ছিল, অনেক সুন্দর কোরিওগ্রাফির মিউজিক ভিডিও পাওয়া যাবে, এরপর অফিশিয়ালি কনফার্ম হলো যে সোনাক্ষী সিনহা মুভির আইটেম সং ‘মুঙগ্রা’-তে নাচবে।
- সন্দ্বীপ ওউর পিঙ্কি ফারার
কাস্ট: অর্জুন কাপুর, পরিণীতি চোপড়া।
পরিচালনা: দিবাকর ব্যানার্জি
মুক্তি: ১ মার্চ, ২০১৯
- লুক্কা ছুপ্পি
কাস্ট: কার্তিক আরিয়ান, কৃতি শ্যানন, অপরশক্তি খুরানা, পঙ্কজ ত্রিপাঠী।
পরিচালনা: লক্ষণ উতেকার।
রিলিজ ডেটঃ ১ মার্চ ২০১৯
স্টোরিলাইন: মাথুরা’র একজন টিভি রিপোর্টার (কার্তিক) এর সাথে একজন স্বেচ্ছাচারী মেয়ের প্রেমের গল্প।
- কেসারি
কাস্ট: অক্ষয় কুমার, পরিণীতি চোপড়া।
পরিচালনা: অনুরাগ সিং
রিলিজ ডেট: ২১ মার্চ ২০১৯
স্টোরিলাইন: সারাগ্রাহি যুদ্ধের উপর নির্মিত সিনেমা। ২১ জন শিখের সাথে ১০০০০ আফগানের যুদ্ধ হয় এখানে।
- রোমিও আকবর ওয়াল্টার
কাস্ট: জন আব্রাহাম, মৌনি রয়, সিকান্দার খের, জ্যাকি শ্রফ।
পরিচালনা: অজয় কাপুর।
স্টোরিলাইনঃ ১৯৭০ সালে সেটে নির্মিত এই মুভি একটা স্পাই-থ্রিলার ঘরানার ফিল্ম। জন আব্রাহাম ছদ্মবেশী হয়ে পাকিস্তানিদের থেকে তথ্য নিয়ে নিজের দেশের জন্য লড়াই করবেন। রাজি’র সাথে সিনেমার গল্পের মিল থাকতে পারে।
- মেন্টাল হ্যায় ক্যায়া
কাস্ট: কঙ্গনা রনৌত, রাজকুমার রাও, জিমি শেরগিল, আমায়রা দাস্তুর, সতিশ কৌশিক।
পরিচালনা: প্রকাশ কোভেলামুদি
মুভিটার অন্যতম আকর্ষণ ‘বারদাশত নেহি কার সাকতা’ গানটি৷ এটা অক্ষয় খান্নার ‘হামরাজ’ মুভির ‘বারদাশত’ গানের রিক্রিয়েশন। রিক্রিয়েটেড ভার্সন গেয়েছেন অমিত মিশ্রা, জনিতা গান্ধী এবং রাজা কুমারি৷ কম্পোজ করেছেন তানিষ্ক বাগচি। আগামী ২৯ মার্চ মুক্তি পাবে এই ছবি।
- দ্য জয়া ফ্যাক্টর
কাস্ট: দুলকার সালমান, সোনাম কাপুর (জয়া সোলানকি), আঙ্গাদ বেদি।
স্টোরিলাইন: জয়া সোলানকি নামের একজন মেয়ে ঘটনাবশত ভারতের জাতীয় ক্রিকেট দলের সাথে দেখা করে। এরপর দলটার সাথে সে যুক্ত হয়ে পড়ে। এবং দলের ‘লাকি চার্ম’ হয়ে যায় মেয়েটা। এর কারণে ওই মেয়ের প্রতি ঘৃণা শুরু হয় জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেনের। কারণ, ম্যাচ সে কষ্ট করে জেতায়। আর টিম ম্যানেজমেন্ট ফুল ক্রেডিট ওই মেয়েকে দেয় কারণ সে তাদের ‘লাকি-চার্ম’।
- জাঙলি
কাস্ট: বিদ্যুৎ জামওয়াল, অতুল কুলকার্নি, মাক্রান্দ দেশপান্ডে।
পরিচালনা: চাক রাসেল।
মুক্তি: ৫ এপ্রিল ২০১৯।
স্টোরিলাইন: একজন জন্তুপ্রেমী মানুষএর চরিত্রে আছেন বিদ্যুৎ। সে মুভিতে তার বাবার হাতি সংচিতি কেন্দ্রের হাতি গুলোকে অনেক ভালোবাসে। আর হাতি গুলো পাচার করতে চায় এক বিদেশি প্রভাবশালী ব্যাবসায়ী। আর হাতি গুলোকে বাচাঁতে ঐ প্রভাবশালী ব্যাবসায়ীর বিপক্ষে লড়াই এ নামে বিদ্যুৎ।
মুভিতে নেগেটিভ ক্যারেক্টারে দেখা যাবে মাক্রান্দ দেশপান্ডেকে। এছাড়া মুভিতে অতুল কুলকার্নিকেও দেখা যাবে।
- কলঙ্ক
কাস্ট: ভরুন ধাওয়ান (রাম), আদিত্য রয় কাপুর (কার্তিক আভাস্তি), সোনাক্ষী সিনহা (রুপালী আভাস্তি), আলিয়া ভাট (নুসরাত বিবি), সঞ্জয় দত্ত (নুসরাতের বাবা), মাধুরী দিক্ষীত (ইশমাত), কুনাল খেমু (লক্ষণ), হিতেন তেজওয়ানি (আহমেদ), কৃতি শ্যানন (স্পেশাল সং), কিয়ারা আদ্ভানি (আইটেম সং)।
পরিচালনা: অভিষেক বর্মণ।
রিলিজ ডেট: ১৯ এপ্রিল ২০১৯
যশ জোহারের বহুল প্রতীক্ষিত প্রোজেক্ট ‘কলঙ্ক’। ২০ বছর আগে সিনেমাটির গল্প লিখেছিলেন করণ জোহার৷ ভারত স্বাধীন হওয়ার পুর্বের প্লট নিয়ে লিখেছিলেন স্টোরিটা৷ যেখানে, মুভিতে অজয় দেবগন, শাহরুখ খান, রানী মুখার্জি এবং কাজলকে কেন্দ্রীয় চরিত্রে রাখার কথা ছিল। করণ জোহার তার আত্মজীবনী ‘অ্যান আনসুটেবল বয়’-এ বলেছিলেন।
- স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২
কাস্ট: টাইগার শ্রফ, অনন্যা পান্ডে, তারা সুতারিয়া, আদিত্য সীল, হার্ষ বেনিওয়াল, উইল স্মিথ (স্পেশাল এপিয়ারেন্স)।
পরিচালনা: পুনিত মালহোত্রা
মুক্তি: ৮ মে ২০১৮
- জাবাড়িয়া জোড়ি
কাস্ট: সিদ্ধার্থ মালহোত্রা(অভয় সিং), পরিনীতি চোপড়া (বাবলি যাদব), জাভেদ জাফেরি (অভয়ের বাবা), সঞ্জয় মিশ্রা (বাবলির বাবা), অপরশক্তি খুরানা (বালজিত)
পরিচালনা: প্রশান্ত সিং
মুক্তি: ১৭ মে ২০১৯
স্টোরিলাইন: সিনেমাটা বিহারের ‘বর অপহরণ’ প্রথাকে কেন্দ্র করেই নির্মিত। যৌতুকের হার কমানোর জন্য বিহারে এই প্রথা প্রচলিত ছিল।
- ইন্ডিয়া’স মোস্ট ওয়ান্টেড
কাস্ট: অর্জুন কাপুর।
পরিচালক: রাজকুমার গুপ্তা
রিলিজ ডেট: ২৪ মে ২০১৯
স্টোরিলাইন: রাজকুমার গুপ্তা’র সর্বশেষ সিনেমা ‘রেইড’-এর মত এই মুভিও ভারতের অকথিত নায়কদের নিয়ে। অর্জুন কাপুর একজন ইন্টেলিজেন্স অফিসার। আর নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য অর্জুন আইনের বিরুদ্ধে যায়।
- ভারত
কাস্ট: সালমান খান (ভারত), ক্যাটরিনা কাইফ (আলিয়াহ), দিশা পাটনি (রাধা), তাবু (স্মৃতি), জ্যাকি শ্রফ (মহাভারত), নোরা ফাতেহি ( সোফিয়া), আসিফ শেখ (দেভ ভাই), সুনীল গ্রোভার (গৌথি), ভরুন ধাওয়ান (স্পেশাল এপিয়ারেন্স)
পরিচালক: আলী আব্বাস জাফর
রিলিজ ডেট: ৫ জুন ২০১৯
স্টোরিলাইন: এটা কোরিয়ান মাস্টারপিস ‘ওড টু মাই ফাদার’ এর হিন্দি রিমেক। ভারতের প্রেক্ষাপটে ‘ওড টু মাই ফাদার’কে প্রেজেন্ট করবেন আলী। তাছাড়াও স্ক্রিপ্টে আরো কয়েকটা চেঞ্জ এনেছেন আলী।
- কবির সিং
কাস্ট: শহীদ কাপুর (কবির সিং), কিয়ারা আদভানি (প্রীতি)।
পরিচালক: সন্দ্বীপ ভাঙা
রিলিজ ডেট: ২১ জুন ২০১৯
স্টোরিলাইন: তেলেগু ব্লকবাস্টার ‘অর্জুন রেড্ডি’র হিন্দি রিমেক কবির সিং। এমন এক ছেলের গল্প যে অতি শীঘ্রই রেগে যায়। এবং প্রেমিকাকে হারিয়ে একদম নিঃস্ব হয়ে পড়ে৷ শুনতে অনেকটা কমন স্টোরি লাগলেও প্রকৃতপক্ষে এটা অনেক ইন্টেন্স একটা ফিল্ম।
- গুড নিউজ
কাস্ট: অক্ষয় কুমার, কারিনা কাপুর, দিলজিত দোসাঞ্জ, কিয়ারা আদভানি।
পরিচালক: রাজ মেহতা।
মুক্তি: ১৯ জুলাই ২০১৯।
স্টোরিলাইন: ফ্যামিলি কমেডি ড্রামার এই মুভিটার স্টোরি এমন দুই দম্পতিদের নিয়ে যারা কোনো এক কারণবশত ‘বাবা-মা’ হতে পারছে না।
- মিশন মঙ্গল
কাস্ট: অক্ষয় কুমার, বিদ্যা বালন, তাপসী পান্নু (রিতিকা আগারওয়াল), নিত্যা মেনন, কীর্তি কুলহারি, সোনাক্ষী সিনহা।
পরিচালনা: জগন শক্তি
মুক্তি: ১৫ অগাস্ট, ২০১৯।
স্টোরিলাইন: সত্য ঘটনার উপর নির্মিত এই মুভি আইএসআরও’র ‘মঙ্গল মিশন’-কে কেন্দ্র করে। স্টোরি নিয়ে তেমন একটা তথ্য জানা যায়নি আপাতত।
- বাটলা হাউজ
কাস্ট: জন আব্রাহাম (সঞ্জীব কুমার), নোরা ফাতেহি।
পরিচালনা: নিখিল আদভানি।
রিলিজ ডেট: ১৫ আগস্ট ২০১৯
স্টোরিলাইন: ২০০৮ এ দিল্লীর ‘বাটলা হাউজ’-এ হওয়া এনকাউন্টারকে কেন্দ্র করেই এই ক্রাইম-থ্রিলার সিনেমাটি নির্মিত।
- তানাজি
কাস্ট: অজয় দেভগন (তানাজি), কাজল, সাইফ আলী খান।
পরিচালনা: ওম রাওত।
স্টোরিলাইনঃ এটা মুলত মহারাষ্ট্রীয় কোলি বাহিনীর নেতা তানাজি মালুসারে’র বায়োপিক
হৃতিক ভার্সেস টাইগার
কাস্ট: টাইগার শ্রফ, হৃতিক রোশান, ভানি কাপুর।
পরিচালনা: সিদ্ধার্থ আনন্দ।
মুক্তি: ২ অক্টোবর ২০১৯
- মারজাওয়া
কাস্ট: সিদ্ধার্থ মালহোত্রা, রাকুল প্রীত সিং, তারা সুতারিয়া।
পরিচালনা: মিলাপ জাভেরি।
মুক্তি: ২ অক্টোবর ২০১৯
- হাউজফুল ৪
কাস্ট: অক্ষয় কুমার, কৃতি শ্যানন, রিতেশ দেশমুখ, কৃতি খারবান্দা, ববি দেওল, পুজা হেগড়ে, রানা দুগ্গাবতি।
পরিচালনা: সাজিদ খান, ফরহাদ-সাজিদ।
- এবিসিডি ৪
কাস্ট: ভরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর, নোরা ফাতেহি।
পরিচালনা: রেমো ডি’সুজা
স্টোরিলাইন: একটা ওয়ার্ল্ড ড্যান্স কম্পিটিশন হয়। আর ওটাতে অংশ নেয় ভারত এবং পাকিস্তান দুইদলই। এরপর ওখান থেকে বরুণ আর শ্রদ্ধার লাভ স্টোরি।
- পানিপথ
কাস্ট: অর্জুন কাপুর, কৃতি শ্যানন, সঞ্জয় দত্ত, রেখা, মানিষ ব্যাল।
পরিচালনা: আশুতোষ গোওয়ারিকার।
স্টোরিলাইন: তৃতীয় পানিপথ যুদ্ধ নিয়েই এই মুভি৷ যা মারাঠা বাহিনী এবং আফগানদের রাজা আহমদ শাহ এর মধ্যে হয়েছিল। ‘রক্তাক্ত প্রান্তর’-এর হিন্দি অ্যাডাপটেশনের মত সিনেমা।
- ব্রহ্মাস্ত্র
কাস্ট: রণবীর কাপুর, আলিয়া ভাট, মৌনি রয়, অমিতাভ বচ্চন।
পরিচালনা: অয়ন মুখার্জী।
মুক্তি: বড়দিন, ২০১৯।
স্টোরিলাইন: সুপার হিরো ঘরানার ফ্যান্টাসি লাভ স্টোরি। প্রথমবারের মত পর্দায় সুপার হিরো হবেন রণবীর। বাস্তবের প্রেমিকা আলিয়ার সাথে জুটি গড়ে এটাই তাঁর প্রথম সিনেমা।
- গুঞ্জন সাক্সেনা বায়োপিক
কাস্টঃ জাহ্নভি কাপুর (গুঞ্জন সাক্সেনা), আঙ্গাদ বেদি।
স্টোরিলাইনঃ ভারতীয় এয়ারফোর্সের প্রথম নারী পাইলট গুঞ্জন সাক্সেনা’র বায়োপিক।
- ছাপাক
কাস্ট: দীপিকা পাড়ুকোন (লক্ষ্মী আগারওয়াল), ভিক্রান্ত ম্যাসি (আলোক)
পরিচালনা: মেঘনা গুলজার।
স্টোরিলাইন: এসিড ভিক্টিম লক্ষ্মী আগারওয়াল এই বায়োপিক। ১৫ বছর বয়সে এসিড দগ্ধ হন। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তিনি মিশেল ওবামা’র কাছ থেকে ‘ইন্টারন্যাশনাল উম্যান অব কারেজ’ পুরষ্কার পান৷ এছাড়া তিনি এনডিটিভি’র ‘ইন্ডিয়ান অফ দ্য ইয়ার’ও নির্বাচিত হয়েছিলেন।
- মার্দ কো দার্দ নেহি হোতা
কাস্ট: অভিমন্যু দাসানি, গুলশান দেভাইয়াহ, রাধিকা মাদান।
পরিচালক: ভাসান বালা।
স্টোরিলাইন: অ্যাকশন কমেডি জনরার ফিল্ম। আমেরিকান ওয়েবসাইট ‘ব্লাডি ডাসগাস্টিং’-এর রাফায়েল মাতমেয়র এই মুভি নিয়ে বলেছেন, ‘এটা দিয়ে ডেডপুলের জবাব দিলো ভারত।’ টরোন্টো ফিল্ম ফেস্টিভ্যালে ‘পিপলস চয়েজ অ্যাওয়ার্ড’ ও ‘মিডনাইট ম্যাডনেস অ্যাওয়ার্ড’ পেয়েছে এই মুভি। এছাড়া ‘ম্যাকাও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড অ্যাওয়ার্ডস’ এ অভিমন্যু দাসানিকে সেরা নবাগত’র পুরস্কার দেওয়া হয়।
- দ্য স্কাই ইজ পিংক
কাস্ট: জায়রা ওয়াসিম (আয়শা), প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার, রোহিত সারাফ।
পরিচালনা: সোনালী বোস।
স্টোরিলাইন: মোটিভেশনাল স্পিকার আয়শা চৌধুরী’র বায়োপিক এইটা৷ তাঁর ছয় মাস বয়সেই এক ধরনের ইমিউন ডেফিসিয়েন্সি ধরা পড়েছিল৷ ওটার জন্য তাকে তার একটা অস্থিমজ্জা ট্রান্সপ্লান্ট করতে হয়েছিল৷ আর ওটার সাইড ইফেক্ট হিসেবে তার শরীরে ‘পালমোনারি ফাইব্রোসিস’ ধরা পড়ে। তারপরও সে হার মানেনি৷
- ছিচোরে
কাস্ট: সুশান্ত সিং রাজপুত (অনিরুধ), শ্রদ্ধা কাপুর, বরুণ শর্মা (সাক্সা), প্রতীক বাব্বার।
পরিচালনা: নিতেশ তিওয়ারি
স্টোরিলাইনঃ মুম্বাই আইআইটি’র একজন ছাত্রের কাহিনীর উপর নির্মিত এক ক্যাম্পাস ড্রামা ফিল্ম।
- মেড ইন চায়না
কাস্ট: রাজকুমার রাও (রঘু), মৌনি রয়( রুক্মিনি), সুমিত ভ্যাস, বোমান ইরানি।
পরিচালনা: নিখিল মুসালে।
মুক্তি: ৩০ আগস্ট, ২০১৯
স্টোরিলাইন: রঘু মহারাষ্ট্রের একজন ছোটখাটো ব্যবসায়ী। কিন্তু, সে অনেক প্রতিভাবান৷ সেখান থেকে সে হয়ে উঠকে একজন সফল ব্যবসায়ী।
- সুরিয়াভানশি
কাস্ট: অক্ষয় কুমার
পরিচালনা: রোহিত শেঠি
মুক্তি: সম্ভবত ডিসেম্বর ১৯, ২০১৯।
- দাবাঙ ৩
কাস্ট: সালমান খান, সোনাক্ষী সিনহা।
পরিচালনা: প্রভু দেবা।
রিলিজ ডেট: বছরের শেষ দিকে সম্ভবত।
স্টোরিলাইন: নয়ডা’র একজন পুলিশের বাস্তব ঘটনা থেকে মুভিটা অনুপ্রানিত বলে শোনা হচ্ছে।
- পাঙ্গা
কাস্ট: কঙ্গনা রনৌত, জ্যাসি গিল, নীনা গুপ্তা,
পরিচালনা: অশ্বিনী আইয়ার তিওয়ারি
স্টোরি লাইন একজন কাবাডি খেলোয়াড়ের গল্প নিয়ে সিনেমা। তিনি একসময়ে কাবাড্ডি থেকে সরে আসেন। পরে পরিবার এবং স্বামীর সহায়তায় আবার শুরু করেন। এবং সফলতা পান।
- ড্রাইভ
কাস্ট: সুশান্ত সিং রাজপুত, জ্যাকুলিন ফার্নান্দেজ, পংকজ ত্রিপাঠী, বোমান ইরানি।
পরিচালনা: তরুণ মানসুখানি।
মুক্তি: ২৮ জুন, ২০১৯
স্টোরিলাইন: হলিউড সিনেমা ‘দ্য ড্রাইভ’-এর হিন্দি রিমেক।
- কিজি ওউর ম্যানি
কাস্ট: সুশান্ত সিং রাজপুত, সাঞ্জনা সাঙহি, সাইফ আলী খান।
পরিচালনা: মুকেশ ছাবড়া
স্টোরিলাইন:জন গ্রিনের জনপ্রিয় উপন্যাস ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ এর হিন্দি অ্যাডাপটেশন এটি। মুভিতে দু’জন কমবয়সী ক্যান্সার রোগীর ভালবাসা দেখানো হবে।
- পিএম নরেন্দ্র মোদি
কাস্ট: বিবেক ওবেরয়।
পরিচালনা: ওমাঙ কুমার
স্টোরিলাইন: একজন চা বিক্রেতার দেশনেতা হয়ে উঠা। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক।
- নোটবুক
কাস্ট: জহির ইকবাল, প্রনতুন ব্যাল।
পরিচালনা: নিতিন কাক্কার
স্টোরিলাইন: রোমান্টিক ড্রামা জনরার এই ফিল্মকে নিকোলাস স্পার্কস এর উপন্যাস ‘নোটবুক’-এর অ্যাডাপটেশন ধরা হচ্ছিল। কিন্তু, আপাতত অফিশিয়ালি কিছুই বলা হয়নি এ ব্যাপারে।
- বালা
কাস্ট: আয়ুষ্মান খুড়ানা, ভুমি পেড়নেকার।
পরিচালনা: অমর কৌশিক।
মুক্তি সেপ্টেম্বর ২০১৯।
স্টোরিলাইন: একজন অল্পবয়সী টাক মাথাওয়ালা ছেলে এবং একজন কালো বর্ণের মেয়ের স্টোরি। এই সমস্যা গুলোতে প্রতিকার পাওয়ার জন্য তারা অনেক চেষ্টা করছে।
- বাদলা
কাস্ট: তাপসী পান্নু, অমিতাভ বচ্চন।
পরিচালনা: সুজয় ঘোষ।
মুক্তি: ৮ মার্চ, ২০১৯।
স্টোরিলাইন: স্প্যানিশ মাস্টারপিস ‘দ্য ইনভিসিবল গেস্ট’-এর হিন্দি রিমেক।