অতীত নিয়ে আমাদের ধারণা গুড়িয়ে দেবে এই ছবিগুলো
সময় চলে যায়, কারো দিকে তাকানোর সময় তার নাই। সময় যত এগোয় মানুষ ও বিজ্ঞান একটু একটু করে পরিনত হয়। ধ্যানধারণা আধুনিক হয়। তবে, আগের দিনের আলাপ করতে গেলেই আমরা খানিকটা নাক সিঁটকাই। নিজেদের সব দিক থেকে তাদের চেয়ে এগিয়ে রেখে আলোচনা শুরু করি।
আচ্ছা, অতীত নিয়ে আমাদের সব ধারণা কী ঠিক? আমাদের চোখে কেমন ছিল সেই দিনগুলো? একটু পশ্চাৎপদ মনে হয় কী সেকালের মানুষগুলোকে? মোটেই না, অতীতকে নিয়ে আমাদের যত ভুল ধারণা আছে, তার কিছুটা হলেও দূর করবে এই ছবিগুলো।












– ব্রাইট সাইড অবলম্বনে
